Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনা জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ফুলতলার এনামুল

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি , ২০২৬, ১২:০৬:৪৫ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন খুলনার ফুলতলা উপজেলার সরকারি ফুলতলা মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক গাজী মোহাম্মদ এনামুল হক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে তিনি এবার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর পূর্বে তিনি ২০২৩ সালেও ফুলতলা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৪ সালে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে অদ্যাবধি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কারিকুলামের উপর প্রশ্নপত্র প্রণয়নের প্রশিক্ষণ, যশোর বোর্ডের নিয়মিত প্রশ্নপত্র প্রণেতা , মডারেটর ও প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কোভিড- ১৯ এর সময়কাল হতে “মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং অনলাইন ক্লাস সক্রিয়করণ” এ বিশেষ ভূমিকা পালন করায় সম্মাননা প্রাপ্ত শিক্ষক। তিনি শিক্ষক বাতায়নের একজন সক্রিয় শিক্ষক হিসেবে ১১৫টি পাওয়ার পয়েন্ট কনটেন্ট, ১১৮টি ভিডিও কনটেন্ট, ব্লগ-৩২৭ টি এবং পাঠসংশ্লিষ্ট ১৭৭ টি ছবি আপলোড করেছেন। শতভাগ মাল্টিমিডিয়া ও অনলাইন পরিচালনা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)