Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএনপি একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল : ধানের শীষের প্রার্থী ফরহাদ

এখন সময়: শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, ০২:৫৭:২৩ এম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল। বিএনপি ধর্মকে নিয়ে ব্যবসা করে না; ইসলামকে রক্ষা করে। ভোটের মাঠে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। এটা ইসলাম বিরোধী কাজ। কে বেহেস্তে যাবে, আর কে বেহেস্তে যাবে না ; তা নির্ধারণ করার একমাত্র মালিক আল্লাহ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন বিএনপির আয়োজনে নলদী ক্লাব মাঠে দলের ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও যুবদলনেতা কামরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা কৃষকদলের নবীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ বিশ্বাস, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এসএম শাহিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, জসিম উদ্দিনসহ প্রমুখ। আলোচনাসভা শেষে মাওলানা হেলাল হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভা ও দোয়া মাহফিলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে তিনি নলদী ইউনিয়নের গোপালপুরে একটি মতুয়া ধর্মীয় সভায় যোগদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)