বাগেরহাট প্রতিনিধি : স্মার্টলাইফ ফ্রি ওয়াইফাই এই শ্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে। বৃহস্পতিবার বিকালে বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড়ে সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম.এ.এইচ. সেলিমের জ্যেষ্ঠ পুত্র মেহেদী হাসান এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার মাহবুবুর রহমান টুটুল, ক্রীড়া সংগঠক মিনা মারফুজ্জামান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ নাজমুল হুদা , শেখ রফিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। জেলার ৯০ টি গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে এই কর্মসূচির আওতায় শহর ও গ্রামের মানুষের জন্য একটি নতুন ডিজিটাল কমিউনিটি হিসেবে কাজ করবে। সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান বলেন, আজকের বিশ্বে ইন্টারনেট আর বিলাসিতা নয়, এটি শিক্ষা, সুযোগ এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন।