Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনির স্থপতি বিনোদ বিহারী সাধুর ৯১ তম মৃত্যু দিবস আজ

এখন সময়: শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, ০১:১২:০০ এম

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : আজ শনিবার দক্ষিণ খুলনার অন্যতম সমাজসেবক স্বর্গীয় দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ৯১ তম মৃত্যু বার্ষিকী। ১৯৩৫ সালের এ দিনে ক্ষণজন্মা মানুষটি এই পৃথিবী থেকে চিরবিদায় নেন। আধুনিক কপিলমুনির স্থপতি বিনোদ তার কর্ম জীবনের সঞ্চিত প্রায় সকল অর্থ ব্যয় করেছিলেন সমাজ সেবায়। জীবনের প্রতিটি সময় তিনি এলাকার মানুষের কল্যাণ করার ভবাবনায় বিভোর ছিলেন। ব্রিটিশ সরকার তার সমাজসেবার স্বীকৃতি সরূপ তাকে ”রায় সাহেব” উপাধীতে ভূষিত করেছিলেন। জানাযায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার অবহেলিত জনপদ কপিলমুনি গ্রামে জন্ম নেন দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু। পিতা যাদব চন্দ্র সাধু ও মাতা সহচরী দেবী। পিতা মাতার ৪ সন্তানের মধ্যে ৩য় তিনি। তিনি বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী পিসি রায় প্রতিষ্ঠিত রাড়ুলী গ্রামের আর কে বি কে হরিশচন্দ্র ইনষ্টিটিউটে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলেন, তারপর মাত্র ১৪ বছর বয়সে ব্যবসা শুরু করেন তিনি। বিজ্ঞানী পি সি রায়ের পরামর্শে তিনি ব্যবসা করে সে সময় ব্যাপক সফলতা ও সুনাম অর্জন করেন। তিনি এলাকার মানুষের জন্য নিজ খরচে প্রতিষ্ঠা করেন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, ভরত চন্দ্র হাসপাতাল, যাদব চন্দ্র দাতব্য চিকিৎসালয়, অমৃতময়ী টেকনিক্যাল স্কুল, লেদ, সুগার মেশিন, বাজারের মধ্যভাগে পানীয় জলের জন্য ৬ বিঘা বিশাল পুকুর ও নিজ নামে প্রতিষ্ঠা করেন বিনোদগঞ্জ বাজার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)