নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা পুরাতন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছে ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ গ্রামের আকবর আলীর ছেলে হাসিব (১৮) ওসমান ও রায়হান (১৯)। সড়ক দুর্ঘটনায় অপর আহত তানজিম (১৫) একই উপজেলার কায়েমখোলা গ্রামের হাতেম আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়- হাসিব ও রায়হান মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কায়েমকোলা পুরাতন মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে পথচারী তানজিমকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ তিনজনই সড়কে পড়ে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত তিনজনই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।