মাগুরা প্রতিনিধি : ‘মাদককে না বলুন, খেলাধুলায় উৎসাহিত হন’ এ শ্লোগান নিয়ে মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। প্রায় ৩০০ প্রতিযোগীর উপস্থিতিতে পাঁচ কিলোমিটার এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার সকাল ৭ টায় বাংলাদেশ সরকারের শিল্পসচিব ওবায়দুর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। মাগুরার বিভিন্ন বয়সী তরুণ-তরুণী প্রতিযোগীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতা শেষে শিল্প সচিব প্রথম ১০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার ও ২০০ জনকে মেডেল পরিয়ে দেন। উল্লেখ্য, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই মাগুরায় নানা ধরনের সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অতীতে করোনাকালীন সময়ে মানুষকে সহযোগিতা,রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, ১০ টাকার সদায়, গরীব-অসহায়দের মাঝে কম্বল বিতরণসহ নানামুখী কর্মকাণ্ড চালিয়ে মাগুরার মানুষের মাঝে স্থান দখল করে নিয়েছে এ সংগঠন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় শালিখা উপজেলার হাসিবুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, মাগুরা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবার সরকারি পরিচালক জাহিদুল আলম প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোরসালিন আলী শুভ, সঞ্চালনা করেন অ্যাডভোকেট একরামুল কবির রোমেল। অনুষ্ঠানে শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বিভিন্ন শুভ কাজ করে মাগুরায় প্রশংসিত হয়েছে। আমি এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আগামী দিনগুলোতে এ সংগঠন আরো ভালো কাজ করবে বলে আমি আশাবাদী।