নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ১হাজার পিস সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮ টার দিকে ওষুধের গোডাউনের সামনের রাস্তা থেকে সিরিঞ্জগুলো উদ্ধার করা হয়। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরিজগুলো বুঝে নেন। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, ওষুধ গোডাউনের গেটের সামনের রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি কাটুন পড়ে ছিল। রোগীর লোকজন দেখে বিষয়টি পুলিশ সদস্যদের অবগত করেন। পরে কাটুনটি উদ্ধার করা হয়। কাটুনের মধ্যে থাকা ১০ টি বক্সে ১ হাজার পিস সিরিঞ্জ রয়েছে। তাৎক্ষনিকভাবে বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানানো হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, ১ হাজার পিস সিরিঞ্জ ভর্তি কাটুন গোডাউনের সামনে পড়ে ছিল। পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশের কাছ থেকে সিরিঞ্জগুলো বুঝে নিয়েছি। গোউডানের সামনের রাস্তায় সিরিঞ্জগুলো কোথা থেকে আসলো তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।