Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‌্যালি

এখন সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি , ২০২৬, ১১:২৪:৪৩ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা জেলা শ্রীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও শ্রীপুর সদর ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার সকালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে একটি বিশাল র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ এর সভাপতিত্বে র?্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, সদর ইউনিয়নের ট্যাগ অফিসার ও বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তুহিন, শ্রীপুর সদর ৪নং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, শ্রীপুর সদর ইউনিয়নের নায়েব তারিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকতা বাপ্পী শিকদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা মো. আলতাফ হোসেন, ইউপি সদস্য মো. আব্দুল আলিম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)