কয়রায় হরিণের মাংসসহ আটক ১

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০২:৩২:৫৯ পিএম

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় বন বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে। আটককৃত হরিণের মাংস পাচারকারী হলেন কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের তৈয়বুর রহমান গাজীর পুত্র এনামুল হক (২৬)। 
১৭ নভেম্বর ভোর ৫ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন ও আংটিহারা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার প্রনজিত বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জোড়শিং বাজারের পার্শ্ববতি বেড়িবাঁধের উপর থেকে মাংসসহ তাকে আটক করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত মাংস উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতি ফেলা হয়েছে।