‘বন্দবিলায় নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে’

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৮:৩৫:৫২ পিএম
খাজুরা (যশোর) প্রতিনিধি : ‘নৌকার বিরুদ্ধে অবস্থানকারী বেঈমানদের ক্ষমা নেই। কারণ, নৌকা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক। তাই নৌকা বিজয়ী হলে আওয়ামী লীগ এগিয়ে যায়। আওয়ামী লীগ এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। আর বাংলাদেশ এগিয়ে যাওয়া মানে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করাই আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। যারা বিদ্রোহী ও বিএনপি-জামায়াতদের প্রশয় দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৮ নভেম্বর বন্দবিলা ইউনিয়নে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।’
সোমবার (২২ নভেম্বর) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার পশুহাট চত্বরে বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ আয়োজিত কর্মী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল্লাহ রানা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।
বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলার সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, উপজেলা যুবলীগের সদস্য রুবেল রানা, নৌকা প্রতিকের মনোনীত বন্দবিলার চেয়ারম্যান প্রার্থী সনজীত কুমার বিশ^াস, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মারুক হোসেন ও কায়েস আহমেদ রিনু প্রমুখ। রাত সাতটা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।