খালেদা জিয়ার কিছু হলে দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে : আফরোজা আব্বাস

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৯:৩১:৩৬ এম

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে জাতীয়তবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, শেখ হাসিনার সরকার একটি অবৈধ সরকার। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে দেশনেত্রী  বিএনপি চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা। তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। 
শুক্রবার সকাল ১১টায় শহরের অদুরে তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কর্মী সম্মেলনে সাতক্ষীরা জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক অ্যাড. ফেরদৌসী আরা লুসীর সভাপতিত্বে ও  যুগ্ম আহবায়ক সালেকা হক কেয়া সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী,  জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক (খুলনা বিভাগ) ফিরোজা বুলবুল কলি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) তাসলিমা খাতুন ছন্দা, কৃষি বিষয়ক সম্পাদক (খুলনা বিভাগ) ফরিদা আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির নেতা সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।