নড়াইলে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০২:৩০:৩৫ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে আনন্দ উৎসব এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিভিন্ন এলাকার ৪০ জন প্রতিবন্ধী শিশু খেলাধূলা ও বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়া অনুষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধসহ সচেতনতামূলক গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন-নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন ও সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনজুরুর রহমান সিকদার পান্নু।