মোল্লাহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৯:১৮:৫৪ এম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে ছালিমউল্লাহ শেখ (১৮) নিহত হয়েছে। শুক্রবার দুপুরে  এ দুর্ঘটনা ঘটে।
মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের একটি মাঠে ধান রোপণের জন্য জমি প্রস্তুতের সময় বজ্রপাতে মারা যায় ছলিম উল্লাহ। পরে  জমিতে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিহত ছালিমউল্লাহ শেখ ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে। ছালিম উল্লাহ বছর দুই আগে পড়াশুনা বন্ধ করে দেয়। এরপর থেকে বাবার সাথে কৃষি কাজ করতেন। পাশাপাশি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন ছালিম উল্লাহ। মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।