শৈলকূপায় নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বরদের শপথ গ্রহণ

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৪:২৭:০৯ এম

মাসুদুজ্জামান লিটন, শৈলকুপা ( ঝিনাইদহ) : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের ১২ নবনির্বাচিত চেয়ারম্যান ও ১০৫ (১০৭ জনের ২ জন অনুপস্থিত) জন সাধারণ সদস্য এবং ৩৬ জন সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মনিরা বেগম।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন, শৈলকুপার ১ নম্বর ত্রিবেনী সেকেন্দার আলী খান, ২ নম্বর মির্জাপুর ফিরোজ আহমেদ, ৩ নম্বর  দিগনগর জিল্লুর রহমান তপন, ৫ নম্বর কাঁচেরকোল অ্যাড. সালাহউদ্দিন জোয়ার্দার মামুন, ৬ নম্বর সারুটিয়া মাহমুদুল হাসান মামুন, ৭ নম্বর হাকিমপুর শিকদার কামরুজ্জামান জিকু, ৮ নম্বর ধলরাহচন্দ্র মতিয়ার রহমান বিশ্বাস, ১০ নম্বর বগুড়া শফিকুল ইসলাম শিমুল, ১১ নম্বর আবাইপুর হেলাল উদ্দিন বিশ্বাস, ১৩ নম্বর উমেদপুর সাব্দার হোসেন মোল্ল্যা ১৪ নম্বর দুধসর এসএম শাহাবুদ্দিন সাবু ও ১৫ নম্বর ফুলহরি আউলাদ হোসেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অপরদিকে একইদিন বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১০৮ জন সাধারণ সদস্য ও ৩৬ জন সংরক্ষিত সদস্যেদের শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতিমা লিজা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালী বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল প্রমুখ।