-মোঃ মজিবুর রহমান নতুন নতুন বই এসেছে বই মেলার ঐ মাঠে, কত মানুষ বসে আছে ঐযে লেকের ঘাটে।
ছোট-বড় সবাই আসে হাতটা রেখে হাতে, বই পড়িলে কিছু শিখে মানুষ হবে তাতে।
একটা দুটা বই কিনে মুখে কতো হাসি, পাঠক বলো লেখক বলো বই কে ভালোবাসি।