Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:১৫:২৯ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে ভূমিহীন জমাত আলীর ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করে দেয়ায় হুমকির প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেলে কালিগঞ্জ-শ্যামনগর সড়কে মৌতলা ইউনিয়নের কাটাখালি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চরযমুনা ভূমিহীন সমবায় সমিতির সভাপতি কারী আতিয়ার রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদি হাসান সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান রনি, জামাত আলী, আব্দুর রাশেদ, শাহানারা পারভীন ও রহিমা পারভীনসহ এলাকার সর্বস্তরের মানুষ  অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা জানান, ভূমিহীনহীনদের উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী। তিনি তার নিজস্ব বাহিনী নিয়ে বৃহস্পতিবার রাতে নতুনহাট  কাটাখালীর মোড়ে ভূমিহীন জমাত আলীর বাড়িতে গিয়ে ঘর ভেঙে দেয়ার হুমকি প্রদান করেছে। ভূমিহীনরা সরকারের জায়গায় বসবাস করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)