নিজস্ব প্রতিবেদক : শনিবার যশোর পৌর পার্কে স্বেচ্ছাসেবী সংগঠন কাইণ্ড ভিশন এর উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ মিলন মেলা ও বৃত্তি প্রদানে অংশগ্রহণ করে কাইণ্ডভিশনের সুবিধাভোগী ৩৯ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া এতিম, দরিদ্র,অসহায় ছাত্র-ছাত্রী, ইকরা সেন্টারের ৬ জন প্রশিক্ষক, হতদরিদ্র মানুষের জন্য কাইণ্ডভিশনের ৩টি ফ্রি মেডিসিন সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ফার্মেসি, ফ্রি মিল প্রোগ্রামের ৩ টি সেন্টারের ম্যানেজার, কাইন্ড ভিশন এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সুধীজনসহ মোট ৮০ জন ডেলিগেট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকার বেসরকারি সংস্থা মুনা চেপ্টারের আটলান্টা অঙ্গরাজ্যের আঞ্চলিক সেক্রেটারি আব্দুল্লাহ আল মুকিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন,শিক্ষাবিদ আবু সাঈদ মো: আব্দুল হক, কাইণ্ডভিশনের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম। প্রফেসর মিণ্টু মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাইণ্ডভিশনের সভাপতি ড. মোহাম্মদ সাঈদুর রহমান। দিনব্যাপী এ অনুষ্ঠানে খেলাধুলা আর ছাত্র ছাত্রীদের জীবনের বাস্তবতার গল্পশুনার মাধ্যমে মিলনমেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষ হয়।