Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিয়ায় জলবায়ূ পরিবর্তন বিষয়ক কর্মশালা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৫:৫৪:১৩ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: জলবায়ূ পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের কালিয়া উপজেলার আয়োজনে বুধবার (১ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিঠুসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।

ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি খুলনা কৃষি অঞ্চলের চারটি জেলার ২৮টি উপজেলা এবং দুটি মেট্রো এলাকায় ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত চলবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)