Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০২:২০:৪৬ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক আফজাল হোসেন ও আব্দুল মাজিদের নামে চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিএম মামুন, শেখ আব্দুল হামিদ, গাজী মিজানুর রহমান, মারুফ বিল্যাহ রুবেল, বিলাল হোসেন, জিএম আব্বাসউদ্দীন, এসএম গোলাম ফারুক, শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ।

সঞ্চালনা করেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহম্মেদ সোহাগ। মানববন্ধনে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)