Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্যাটেলাইট ক্যামেরাযুক্ত কচ্ছপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৬:১১:৪১ এম

শ্যামনগর প্রতিনধি : সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে পিঠে স্যাটেলাইট ক্যামেরাযুক্ত বিশাল আকৃতির একটি কচ্ছপ ধরা পড়েছে স্থানীয় জেলেদের জালে। সকালে কচ্ছপটি আটকের পর জেলেদের মাধ্যমে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তা সুন্দরবনে অবমুক্ত করার জন্য নিয়ে যায়। বনবিভাগসহ স্থানীয়দের ধারণা স্যাটেলাইট ক্যামেরাযুক্ত অবস্থায় থাকা ঐ কচ্ছপের মাধ্যমে সুন্দরবন অঞ্চলের প্রাণিকূলের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করা হতো। তবে ক্যামেরা কার্যকর রয়েছে কিনা সে বিষয়ে বনবিভাগ কিংবা স্থানীয়রা কোন তথ্য দিতে পারেনি। বনবিভাগ সূত্র জানায়,  সকালের দিকে স্থানীয় জেলেদের মাধ্যমে তারা খোলপেটুয়া নদী থেকে পিঠে ক্যামেরাযুক্ত কচ্ছপ আটকের বিষয়টি জানতে পারেন। এক পর্যায়ে বেলা ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের কোবাদক স্টেশন অফিসার ফারুক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সেখানে পৌঁছে কচ্ছটিকে নিজেদের জিম্মায় নেয়। বনবিভাগ সূত্র আরও জানায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের হারুন নামের এক জেলের জালে কচ্ছপটি ধরা পড়ে। প্রায় ৩০ কেজি ওজনের কচ্ছপটির পিঠে বিশেষ ব্যবস্থায় ক্যামেরাযুক্ত ছিল জানিয়ে তারা বলেন, পরবর্তীতে কচ্ছপটিকে উদ্ধার করে ক্যামেরা ছাড়িয়ে নিয়ে সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)