Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় স্ত্রীকে ছাড়িয়ে নেয়ায় শ্বশুরকে কুপিয়ে হত্যা

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:৩৯:১৫ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় স্ত্রীকে ছাড়িয়ে নেয়ার ক্ষোভে শ্বশুর আজগর আলী সরদার (৫৫)কে কুপিয়ে হত্যা করেছে জামাতা। মঙ্গলবার রাত একটার দিকে উপজলার মাটিকুমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আজগর আলী দেবহাটা উপজলার মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারের ছেলে।

মাটিকুমড়া গ্রামের আক্তার হোসেন সরদার জানান, তার বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে আপন খালাত ভাই সালাহউদ্দিনের দু’ বছর আগে বিয়ে হয়। সালাহউদ্দিন বেকার হওয়ার কারণে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায় নির্যাতন করতো। এ নিয়ে কয়েকবার সালিশ হয়েছে। এরপরও নির্যাতন বন্ধ না হওয়ায় গত ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন গত রোববার ও সোমবার গভীর রাতে তাদের (আক্তার) বাড়ির পাশে ঘোরাঘুরি করতো। কখনো তাকে গাছের উপর উঠে বসে থাকতে দেখা গেছে। আক্তার হোসেন অভিযাগ করে বলেন, মঙ্গলবার রাত ১০টায় ভাত খেয়ে নিজের ঘরের বারান্দায় মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন তার ভাই আজগার। রাত একটার দিকে আগে থেকে ওঁৎ পেতে থাকা সালাহউদ্দিন ঘুম অবস্থায় মশারির উপর দিয়ে আজগার আলীকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। ভাইয়ের চিৎকারে তিনিসহ স্থানীয়রা ছুটে এসে আজগার আলীকে রাত সোয়া দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি না নেয়ায় বুধবার ভোর সোয়া চারটার দিকে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা চলাকালিন ভোর ৫টার দিকে আজগার আলী মারা যান। খুলনা ২৫০ শয্যা হাসপাতাল ময়না তদন্ত শেষে বিকেলে লাশ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।

নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, পূর্ব পরিকল্পিতভাবে শ্বশুরকে হত্যার পর সালাহউদ্দিন ভারতে পালিয়ে যাওয়ার লক্ষ নিয়ে আগে থেকে ভিসা প্রস্তুত করে রেখেছে। যে কোনো সময় সে ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ ব্যাপারে সালাহউদ্দিনের (২৫) সঙ্গে যোগাযাগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)