Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে ঢাকা-কলকাতাগামী বাস থেকে ১০ সোনারবার উদ্ধার

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০১:৫৩:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনালে কলকাতাগামী গ্রিন লাইন পরিবহন থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১০ পিস সোনারবার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঢাকা-কলকাতাগামী গ্রিন লাইন (ঢাকা মেট্টো-ব-১৪-১১৬৮) পরিবহনের সিটের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রং এর কাপড় দিয়ে মোড়ানো এ সোনার চালানটি উদ্ধার হয়। তবে  পাচারকারী আটক করা যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে চালানটি বেনাপোল স্থল বন্দরের নির্মিত বাস টার্মিনালের মধ্যে থেকে উদ্ধার হয়।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোলে আসা গ্রিণ লাইনের ওই পরিবহনটি তল্লাশি করে ১০ পিস ছোট বড় সোনারবার উদ্ধার করা হয়। বিজিবির তল্লাশি টের পেয়ে পাচারকারী আগেই বাস থেকে সটকে পড়ে। ১০পিস সোনার বারের পরিমান ৭ শত ৬৬ গ্রাম। উদ্ধার করা সোনার বাজার মূল্য ৬৫ লাখ ৮৭হাজার ৬শ’ টাকা বলে উল্লেখ করা হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)