আলমডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

এখন সময়: শনিবার, ৩ জুন , ২০২৩ ০৭:৩৪:১৫ am

আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে উপজেলা পর্যায়ে এই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তুল্লাহ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ও আলমডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ মামুন রেজা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও মসজিদের ঈমামগণ। কর্মশালায় আলমডাঙ্গার প্রায় ১৫০ সুধী অংশগ্রহণ করেন।