Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:৫৫:২৭ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বিকেলে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ছোটআঁচড়া মোড়ে অবস্থিত পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও পবিত্র কুরআন থেকে তেলোয়াত করা হয়।

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোস্তাক হোসেন স্বপন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু, যুগ্ম আহবায় কামাল হোসেন, মোকলেসুর রহমান কাকন, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন প্রমুখ।  

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)