Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒মাতৃমঙ্গলে অজ্ঞানের চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচারের তথ্য ফাঁস

কেশবপুর সার্জিক্যাল ও মাতৃমঙ্গল ক্লিনিক বন্ধের নির্দেশ

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৬:০৪:৩১ এম

বিল্লাল হোসেন: যশোরের কেশবপুর উপজেলার বিতর্কিত কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক ও মাতৃমঙ্গল ক্লিনিক বন্ধ ঘোষণা করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রোববার যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে নামমাত্র স্বাস্থ্য প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়। ভুল সিজারিয়ান অস্ত্রোপচারে প্রসূতি সীমা খাতুনের মৃত্যুর অভিযোগে কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক ও অজ্ঞানের চিকিৎসক ছাড়াই রোগীর অপারেশনের অভিযোগে মাতৃমঙ্গল ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল উপস্থিত ছিলেন। এরআগে কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। আর নানা অনিয়মের কারণে আগেও একবার বন্ধ করা হয়েছিলো মার্তৃমঙ্গল ক্লিনিক।

জানা গেছে, কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক ও মাতৃমঙ্গল ক্লিনিক অনুমোদন পাওয়ার পর বিভিন্ন সময় মালিক পক্ষ স্বাস্থ্য নীতিমালা উপেক্ষা করে আসছিলো। এছাড়াও সেখানে রোগীদের অপচিকিৎসাসহ প্রতারণা করা হচ্ছিলো। চিকিৎসাসেবার নামে নানা অনিয়মের বিষয়টি জানতে পারেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এরই মধ্যে গত শুক্রবার রাত ৯ টার দিকে কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর সীমা খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অনিয়ম ও প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। সীমা খাতুন কেশবপুরের মঙ্গলকোর্ট গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা ক্ষুব্ধ হয়ে ক্লিনিক ভাংচুর করে। এসময় চিকিৎসক আবুল কালাম আজাদ ও ক্লিনিকের মালিক  আজিজুর রহমানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করা হয়। অনুসন্ধানে জানা গেছে, এর আগেও কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে ভুল সিজারিয়ান অস্ত্রোপচারে মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী মনিরা খাতুন (২২) এক প্রসূতির মৃত্যু হয়েছিলো।  এই ঘটনায় মৃতের স্বামী ওই সময় উপজেলা নির্বাহী  কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু বিভিন্ন মহলকে ম্যানেজ করে পার পায় ক্লিনিক কর্তৃপক্ষ। এছাড়া আরেকটি বিতর্কিত ও আলোচিত প্রতিষ্ঠান হলো মাতৃমঙ্গল ক্লিনিক। বিশেষজ্ঞ চিকিৎসক সেবিকা ও প্যাথলজিস্ট ছাড়াই রোগীর অস্ত্রোপচার,  চিকিৎসাসেবা প্রদান ও প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষাসহ সকল কার্যক্রম করা হচ্ছিলো। রোগীর অস্ত্রোপচারের সময় অজ্ঞানের চিকিৎসক থাকেন না। চিকিৎসাসেবার নামে মানুষকে বোকা বানিয়ে করা হচ্ছিলো বাণিজ্য। বিগত দিনে প্রতারণার অভিযোগে মাতৃমঙ্গল ক্লিনিক বন্ধ করা হলেও অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছিলো মালিকপক্ষ। এরই সূত্র ধরে রোববার (৭ আগস্ট) সেখানে অভিযান পরিচালনা করা হয়।

 যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে ভুল সিজারিয়ান অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর অভিযোগ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সিভিল সার্জন আরও জানান, মাতৃমঙ্গল ক্লিনিকে চিকিৎসাসেবার নামে মানুষের সাথে ভয়াবহ প্রতারণার করা হচ্ছিলো। অজ্ঞানের চিকিৎসক ছাড়াই রোগীর অস্ত্রোপচারের বিষয়টি ফাঁস হয়ে পড়েছে। এছাড়াও নানা অনিয়মের অভিযোগে মাতৃমঙ্গল ক্লিনিক বন্ধের নির্দেশ দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)