Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনার মামলা

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০১:২৪:০১ পিএম

নিজস্ব প্রতিবেদ: চেক ডিজঅনারের অভিযোগে পুলিশ সদস্য জুয়েলের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার যশোর শহরের ঘোপ ডিআইজি রোডের বাসিন্দা রাকিবুল হাসান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি জুয়েল বরিশাল বাবুগঞ্জের চর উত্তর ভুতেরদিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য।

মামলার অভিযোগে জানা গেছে, রাকিবুল হাসানের পূর্বপরিচিত পুলিশ সদস্য জুয়েল। রাকিবুলের ভাই মাহমুদ হাসান ও শ্যালক আল আমিনকে ইউরোপে পাঠানোর জন্য জুয়েল টাকা নিয়েছিল। জুয়েল তাদের ইউরোপে পাঠাতে ব্যর্থ হয়ে কিছু টাকা ও ৮ লাখ ৬০ হাজার টাকার চেক দিয়ে বিষয়টি মীমাংসা করে নেন। জুয়েলের দেয়া চেকটি গত ১৫ জুন ব্যাংকে নগদায়নের জন্য জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। বিষয়টি জুয়েলকে লিগ্যাল নোটিশের মাধ্যমে অবহিত করে টাকা পরিশোধের অনুরোধ করা হয়। জুয়েল লিগ্যাল নোটিশ গ্রহণ করে টাকা পরিশোধ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)