নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে মোটর সাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে শিল্পী খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত শিল্পী খাতুন মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামের আলামিন হোসেনের স্ত্রী।
দুর্ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কোলারবাজার এলাকায়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান- ঢাকায় আত্নীয় বাড়ি বেড়ানো শেষে স্বামী আলামিনের সাথে মোটর সাইকেলযোগে নিজ গ্রামে ফিরছিলেন।
নিহত শিল্পী খাতুনের স্বামী আলামিন জানান- কালীগঞ্জের কোলারবাজার এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত স্ত্রীর ওড়না মোটর সাইকেলের চাকায় জড়িয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই গলায় ফাঁস লেগে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিল্পী খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান- এটা যেহেতু দুর্ঘটনা সে কারণেই আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।