শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ মনোনয়নপত্র গ্রহণ করেন। এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন সকাল ১১টা ৩০ মিনিটে প্রথম মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান। দুপুর ১টা ৩০ মিনিটে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন। বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার, বিকাল ৪টা ৩০ মিনিটে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এবং বিকাল ৫টায় বিএনপির শার্শা উপজেলা সভাপতি মোঃ আবুল হাসান জহির মনোনয়নপত্র জমা দেন। এছাড়া যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী বখতিয়ার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। যশোর-১ (শার্শা) আসনটি শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।