নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলামকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। রোববার রাতে সদর উপজেলার সুলতানপুর থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম সদরের সুলতানপুর গ্রামের আবু তালেবের ছেলে। ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান সাংবাদিকদের জানিয়েছেন- রোববার রাত সাড়ে ১১টার দিকে রফিকুলের সুলতানপুরের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলামকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। কোতয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন- আটক রফিকুল ইসলামকে একটি নাশকতা পরিকল্পনার একটি মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।