Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাদি হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

এখন সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর , ২০২৫, ০১:০১:৪৮ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বিপ্লবী ছাত্রজনতার পক্ষে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, গোলামি না আজাদি, সেফ হাউজ ট্রেরারিস্ট ইন্ডিয়া ইন্ডিয়াসহ নানা ধরণের স্লোগান দেয়। পরে শহরে মিছিল বের করা হয়। মানববন্ধনে নেতাকর্মীরা বলেন- সন্ত্রাসী হত্যাকাণ্ডের শিকার শহীদ ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত সময়ের মধ্যে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। কোনো ভাবেই এই বিচার নিয়ে তালবাহানা করা যাবে না। মানববন্ধনে উপস্থিত ছিলেন সোহান খান, তামিম হাসান, মেহেদি হাসান, মো. রিমন, ফেরদৌস পরশ, আশা লতা, আসমা খাতুন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)