Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্যামনগরে মেম্বর অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:১৫:১১ এম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শনিবার বেলা ১১টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বরসা রিসোর্ট সেন্টার মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর অ্যাসোসিয়েশনের শ্যামনগর  উপজেলা মেম্বর প্রতিনিধি সম্মেলন ও কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে এস.কে সিরাজের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেম্বর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাজী আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম সেন্টু, সাতক্ষীরা জেলা আহবায়ক মুফিজ উদ্দীন মুফতি, উপস্থিত ছিলেন শ্যামনগর কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে শ্যামনগরের ১৪৪ মেম্বরের মধ্যে ১৩০ জন উপস্থিত ছিলেন।

সভা শেষে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির সমন্বয়ে গাজী গোলাম মোস্তাফকে সভাপতি, এসকে সিরাজ সাধারণ সম্পাদক ও গাজী আব্দুর রউফকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক শ্যামনগর উপজেলার মেম্বর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করে। ওই কমিটি দ্রুত ৫১ সদস্য কমিটি ঘোষণা করবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)