শ্যামনগরে মুন্ডা পল্লীতে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৭:২৭:১৬ এম

জি এম মোহাম্মদ আলী, শ্যামনগর : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তখালি গ্রামের আদিবাসী মুন্ডা পল্লীতে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষচন্দ্র হেমর্বম, সাতক্ষীরা জেলা হিন্দুবৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার শীল, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মইনুল হাসান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভানেত্রী বিচিত্রা তির্কী, রংপুর জেলার আহবায়ক বিমল খালপে, নাটোর জেলার সহসভাপতি প্রতাপ সিং, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, সামসের সমন্বয়কারী রামপ্রসাদ মুন্ডা দৃষ্টিনন্দন দারিদ্রকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী প্রমুখ।