নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক কোষাধ্যক্ষ, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার কাজী আশরাফুল আজাদের শ্বশুর কাজী নুরুল ইসলাম শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
২৭ ডিসেম্বর যশোরের মণিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানাগেছে। তার মৃত্যুতে প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ শোক প্রকাশ করছেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদের শ্বশুর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন,ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে, সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষ (জেইউজে)-এর সাবেক কোষাধ্যক্ষ ও প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদের শশুর নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।