Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবকের একবছরের সাজা

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৫:৪৯:০০ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে গৃহবধূকে উত্যক্তের অভিযোগে শোকর আলী (৩৮) নামে এক যুবককে ১ বছরের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের আনছার আলীর ছেলে।

জানা গেছে, শোকর আলী দুদলী গ্রামের আলামিন গাজীর স্ত্রীকে প্রায় কু-প্রস্তাব দেন। এনিয়ে স্থানীয় ভাবে সালিশে ডাকলেও তিনি হাজির হননি। বরং দিন দিন তার উত্যক্তের মাত্রা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট রাতে শোকর আলী ঘরের জানালা দিয়ে আল আমিন গাজীর স্ত্রীর পরিহিত পোশাক টানাটানি করে শ্লীলতাহানি ঘটায়। এঘটনায় আলামিন গাজীর স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে বুধবার বিকেলে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম শোকর আলীকে এক বছরের সাজা প্রদান করেন। বৃহস্পতিবার সকালে শোকর আলীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দেবহাটা এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর লম্পট শোকর আলীকে এক বছরের সাজা প্রদান করেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)