Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শেখ কামাল ফুটবলের উদ্বোধনী খেলায় চালনা পৌরসভা ও দাকোপ ইউপি জয়ী

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:৪৭:৫২ এম

দাকোপ প্রতিনিধি : মাদক মুক্ত সমাজ গড়তে দাকোপে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার  আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দিনে সোমবার দাকোপ উপজেলা পরিষদ মাঠে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদ অ্যাড. কে এম ইকবল হোসেনের সার্বিক তত্বাবধায়নে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চালনা পৌরসভা ফুটবল একাদশ বনাম লাউডোব ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়। ট্রাইব্রেকারে চালনা পৌরসভা ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে লাউডোব ইউপি ফুটবল একাদশকে পরাজিত করে। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় দাকোপ ইউপি ফুটবল একাদশ বনাম তিলডাঙ্গা ইউপি ফুটবল একাদশ। এ খেলায় ও নির্ধারীত সময়ে গোলশূন্য ড্র থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হয়। ট্রাইব্রেকারে দাকোপ ইউপি ফুটবল একাদশ ৫-৩ গোলের ব্যবধানে তিলডাঙ্গা ইউপি ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদ হাসান, থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মেহেদী হাসান বুলবুল, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, চালনা পৌর কাউন্সিলর আব্দুল বারিক শেখ, রোস্তম আলী খান, আইয়ুব আলী কাজী, সাবেক কাউন্সিলর দেবাশিষ ঢালী প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)