ফুলতলায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ১০:৩৮:৪১ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় সরকারিভাবে উপজেলার বিভিন্ন খালে ও পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার চারাবটতলা, চারাবাটি, পঠিয়াবান্ধা, ডাকাতিয়া, পশ্চিম শিরোমনি খাল ও উপজেলা পরিষদের পুকুরে ৩২০ কেজি রুই জাতীয় মাছের পোনা ছেড়ে দেয়া হয়। মাছের পোনা অবমুক্তকরণের সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের সহকারী পরিচালক রাজ কুমার বিশ^াস, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব শাহিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা শাহীন আলম, আসমা হক আইরিন, আঃ রউব প্রমুখ।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের চাষ বাড়াতে এ কার্যক্রম চলছে।