জোয়ারের পানি আশ্রয়নের স্কুলে

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:৫২:৫৯ এম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভান্ডারপাড়া আশ্রয়ন প্রকল্পের শিক্ষা প্রতিষ্ঠানসহ নি¤œাঞ্চল। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। গত দুইদিন যাবৎ বিদ্যালয়ের মাঠে জোয়ারভাটা বইছে। 
জানা যায়, ভদ্রা নদীতে গত দুইদিন যাবৎ অসম্ভব পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে প্রায় ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। নদীর রক্ষাবাঁধ অত্যান্ত দুর্বল হওয়ার কারণে শনিবার থেকে বাঁধ উপচে জোয়ারের পানি ভিতরে ঢুকতে শুরু করে। গতকাল রবিবার দুপুরে জোয়ারের নদীতে আরো পানি বৃদ্ধি পায়। এতে ভান্ডারপাড়া আশ্রয়ন প্রকল্পের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হয়ে পড়ে। দ্রæত বাঁধ মেরামত না করলে বিদ্যালয়ের শ্রেনিকক্ষ তলিয়ে পাঠদান বন্ধ হয়ে পড়বে। এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তাছাড়া হুমকির মধ্যে রয়েছে মুজিববর্ষে দেয়া ঘরসহ সরকারের আশ্রয়ন প্রকল্পের ৩৫১টি ঘর। 
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডল জানান, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় বাঁধ তলিয়ে বিদ্যালয় প্লাবিত হয়েছে। দ্রæত বাঁধের উন্নয়ন না করা হলে পাঠদানের বিগ্নসহ ভবনটি ক্ষতিগ্রস্ত হবে। 
স্থানীয় ইউপি সদস্য মোঃ মাহাবুর রহমান শেখ জানান, ভদ্রা নদীর রক্ষাবাঁধ অত্যন্ত দুর্বল। যে কারণে নদীতে পানি বেশি হলেই বাঁধ উপছে ভিতরে ঢোকে। বিষয়টি নিরসনে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন তিনি। এদিকে বাঁধের উন্নয়নে দ্রæত ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।