Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুকনগর সিএনজি অটো রিকসা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৪০:২০ এম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: চুকনগর সিএনজি অটো রিকসা শ্রমিক ইউনিয়নের (রেজি: নম্বর ১৫২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সমপন্ন হয়। সোমবার সন্যাসগাছা ব্রিজের মাথা এলাকায়  নিজস্ব কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

যশোর জেলার বিভিন্ন উপজেলার আঞ্চলিক রুটে মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার, সিএনজি চালিত আটোরিক্সা শ্রমিক এ  ইউনিয়নের অন্তর্ভুক্ত। ৮ পদের বিপরীতে ১৭ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২০ ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

সভাপতি পদে চেয়ার প্রতীকে হাবিবুর রহমান হাবিব ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসিন হোসেন পেয়েছেন ১৩। সাধারণ  সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে হাফিজুর রহমান হাবু ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল ফকির গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন  ১৪ ভোট। সহসভাপতি আব্দুস সামাদ শেখ  ঘুড়ি প্রতীকে ৭৫ ভোট ও মাহফুজ হেলিকপ্টার প্রতীক ৩৫ ভোট পেয়ে বিজয় হয়েছেন। সহসাধারণ সম্পাদক তাজামুল ইসলাম শিশির বাঘ প্রতীকে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিন সরদার হাঁস প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে রফিকুল ইসলাম শেখ ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী হাসান মোমবাতি প্রতীকে পেয়েছে ১২ ভোট। কোষাধ্যক্ষ পদে আলমগীর কবির তালা প্রতীকে ৬৬ পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ওবায়দুল্যাহ মোরগ প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। প্রচার সম্পাদক আব্দুল মমিন মাইক প্রতীক ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সোহাগ হোসেন বাস প্রতীকে পেয়েছেন ২৩ ভোট। লাইন সম্পাদক পদে রাজু আহম্মেদ রাব্বুল চশমা প্রতীকে ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিপুল খান বাইসাইকেল প্রতীকে পেয়েছে ২৪ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সহকারী হিসেবে ছিলেন, ইউপি সদস্য জিয়াউর রহমান সরদার, ইউনিয়ন যুবলীগ সভপতি আসাদ মোল্যা, বিপুল কুমার চৌধুরী ও আবু হাসান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)