Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

একযুগ পর বকেয়া চার কোটি টাকা পেল মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিকরা

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৬:০৮:১৭ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : দীর্ঘ প্রায় এক যুগ পর দক্ষিণাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ ফান্ডের বকেয়া প্রায় চার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। রোববার সকালে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান অবসরপ্রাপ্ত ৬১ জন শ্রমিককে ওই টাকার চেক প্রদান করেন। মোচিকের অর্থ দপ্তরে পিএফ ফান্ড থেকে উঠানো ওই টাকার মধ্যে স্থায়ী অবসরপ্রাপ্ত ৪৪ জনকে তিন কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৩২ টাকা ও মৌসুমি অবসরপ্রাপ্ত ১৭ জনকে ৪৪ লাখ ৪৩ হাজার ১শ’ ৭১ টাকা দেয়া হয়।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শ্রমিকরা ওই টাকার না পেয়ে নানা কষ্টে দিনযাপন করছিলেন। এখন ওই পাওনা টাকা পেয়ে তারা বেজায় খুশি। চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহা ব্যবস্থাপক (অর্থ) জাহিদুর রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ফেডারেশন আইন সম্পাদক গোলাম রসুল, সহ সভাপতি ফজের আলী, সদস্য সাইদুজ্জামান পিকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘদিনের এই বকেয়া টাকা পাওয়ায় ভুক্তভোগী শ্রমিক কর্মচারীগণ অত্র মিলের ব্যবস্থাপনা পরিচালকসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, গত ১ যুগের মধ্যে এ ধরনের বড় অংকের পাওনা টাকা কেউ দিতে পারেনি। তাই তারা দায়িত্বপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি অবসরের গ্রাইচুইটি ফান্ডের বাকী পাওনা টাকাটিও দ্রুত পেতে বিনিত অনুরোধ জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)