মণিরামপুর পাবলিক লাইব্রেরিতে জরুরি আলোচনাসভা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ১০:০২:৪৩ পিএম

মণিরামপুর প্রতিনিধি: শিক্ষা জনগণের অন্যতম মৌলিক অধিকার। একটি জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রতিফলিত হয়- তার জাতীয় আর্দশ, মূল্যবোধ, সংস্কৃতি ও আর্থ সামাজিক জীবন প্রবাহের ছবি, প্রতিবিম্বিত হয় তার আশা আকাঙ্খা ও পরিকল্পিত ভবিষ্যৎ কর্মপন্থার পথ নির্দেশ। জাতীয় জীবনকে অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্ত করতে হলে জনগণের মনে গ্রন্থপ্রেম ও গ্রন্থচেতনা জাগিয়ে তোলা নিতান্ত আব্যশক। পাবলিক লাইব্রেরি এবং গ্রন্থাগারের মধ্যে সেই চেতনা সৃষ্টি করা সম্ভব।

এ লক্ষকে সামনে রেখে লাইব্রেরির সার্বিক উন্নয়নে মণিরামপুর পাবলিক লাইব্রেরিতে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরির সভাপতি কবির হোসেন পলাশের সভাপতিত্বে এবং সম্পাদক প্রভাষক নূরুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর পাবলিক লাইব্রেরির সহসভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, অধ্যাপক আব্দুল আলিম, মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, সমাজসেবক মিজানুর রহমান ডব্লিউ, পাবলিক লাইব্রেরির সহসম্পাদক সাংবাদিক এসএম সিদ্দীক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রয়েল, নির্বাহী সদস্য অধ্যাপক বাবুল আকতার, সাজেদুর রহমান লিটু, টি,এম সাইফুল আলম, মণিরামপুর পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, মণিরামপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ সেলিম, সাংবাদিক সুমন চক্রবর্তী, মিঠুন কুমার সরকার, লাইব্রেরির তত্ত্বাবধায়ক জমির উদ্দীনসহ স্থানীয় সুধিজন।