Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:২৭:২৮ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার ৩২ জন অস্বচ্ছল মানুষের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পাইকগাছা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আসহায় গরীর ৩২ নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহয়তা স্বরূপ ১৫ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজ্জাত হোসেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃ মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, জি,এম আঃ ছালাম কেরু, কে,এম আরিফুজ্জামান, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা মো. আবু ইলিয়াস। উপস্থিত  মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, উপজেলা আ’লীগের সাবেক নেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি.সরকার, প্রকাশ ঘোষ বিধান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনিসহ রাজনৈতিক নেতাকর্মীসহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)