Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ৭ বৃটিশ নাগরিকের জামিন

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৫:৩৫:৩৭ এম

মাগুরা প্রতিনিধি: মাগুরায় হোমল্যান্ড ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা কমিটির যুক্তরাজ্যের নাগরিক ৭ সদস্যর জামিন মঞ্জুর করেছেন আদালত। ৩ আগস্ট ৮ জনকে আসামি করে মাগুরা প্রথম শ্রেণির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমান পাল এর আদালতে ৪ জন বাদি হয়ে পৃথক ৪টি মামলা করেন।

পুলিশ এ মামলায় ওয়ারেন্টভুক্ত জামাল উদ্দিন, আব্দুর রব, কামাল মিয়া, জামাল মিয়া, আব্দুল আহাদ, আব্দুর রাজ্জাক, আব্দুল হাই ও ফয়জুল হককে ২১ সেপ্টম্বর (বুধবার) পুলিশ হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স মতিঝিল প্রধান শাখা থেকে গ্রেফতার করে। আটককৃতরা সিলেটের অধিবাসী হলেও বর্তমানে যুক্তরাজ্যের নাগরিক হিসাবে সেখানে বসবাস করেন। অফিসের বার্ষিক সভায় যোগদান করতে ২১ সেপ্টেম্বর (বুধবার) তারা ঢাকায় এসেছিলেন।

বৃহস্পতিবার মাগুরার প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল এর আদালতে আসামিদের পক্ষে অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু জামিন আবদেন করেন। দীর্ঘ শুনানির পর আপোষ মীমাংসার শর্তে জামিন মঞ্জুর করেছেন।

বাদি পক্ষের আইনজীবী অলিপ বিশ্বাস জানান, বীমার মেয়াদ উর্ত্তীণ হওয়ার পর দীর্ঘদিন ধরে গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত না পেয়ে মাগুরা আদালতে মামলা হয়। পুলিশ আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করলে মীমাংসার শর্তে তাদের জামিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য. ২০২২ সালের ৩ আগস্ট প্রায় ১৫ লাখ টাকা দাবি করে ১১৮ জন গ্রাহকের পক্ষে শালিখা উপজেলা অফিসের ঠিকানায় চারজন বাদি হয়ে হোমল্যান্ড পরিচালনা পর্ষদের ৮ জনকে আসামি করে ৪০৬ ও ৪২০ ধারায় প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুমনা পাল এর আদালতের মামলা করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)