কেশবপুর প্রতিনিধি : কেশবপুর মাইলবগা গ্রামে অবৈধ মুরগির খামারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি এবং লাইসেন্স বিহীনভাবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বাণিজ্যিক মুরগির খামার স্থাপনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, মাইলবগা গ্রামের মোঃ রাজু আহমেদকে এর আগেই যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে এলাকায় মুরগির খামার স্থাপন না করার জন্য লিখিতভাবে নিষেধ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি পুনরায় সেখানে মুরগির খামার স্থাপন করেন।
এছাড়া একই অপরাধে এলাকার আল ইমরান নামের অপর একজনও দোষী সাব্যস্ত করা হয়েছে।
অভিযানে পশু রোগ আইন, ২০০৫ অনুযায়ী মোঃ রাজু আহমেদ ও আল ইমরানকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোন খাতুন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার এবং কেশবপুর থানা পুলিশের একটি টিম।