Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এমএম কলেজের এইচএসসি’ ৯২ ব্যাচের বন্ধুদের মিলন মেলা

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:১১:৩৭ এম

নিজস্ব প্রতিবেদক: ‘বন্ধুর সম্মানে আমরা সম্মানিত’ এই শ্লোগানে যশোর সরকারি এমএম কলেজের এইচএসসি-৯২ ব্যাচের বন্ধুদের এক মিলন মেলা শনিবার যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। যশোর কাস্টমস ও এক্সসাইজ ভ্যাট কমিশনারেটের সুপার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৫ বন্ধুকে সম্মাননা প্রদান করা হয়। মুকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন এইচএসসি ’৯২ ব্যাচের সংবর্ধিত বন্ধু সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব এতেশামুল হক হিল্লোল, পুলিশের এডিশনাল ডিআইজি সাজ্জাদুর রহমান, যুগ্ম কর কমিশনার নিগার সুলতানা বিউটি, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. বাবুল হোসেন ও বুয়েটের অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেল।

এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ’৯২ ব্যাচের বন্ধু হুমায়ুন কবির মোহন, কামাল হোসেন বিশ^াস, বাংলাদেশ বেতারের খুলনার অতিরিক্ত পরিচালক নুরুল ইসলাম, বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী নাসির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত বন্ধুদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সহপাঠী বন্ধুরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ ৩০ বছর পর পরস্পর মিলিত হওয়া বন্ধুদের এই মিলন মেলা। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)