খিতিবদিয়ায় অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম!

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১২:৫৫:৩৫ এম

নিজস্ব প্রতিবেদক: চেহারা দেখে কেউ ভাবতে পারেন এটি কুকুরের বাচ্চা। আসলে কিন্তু গরুর বাছুর। অবিশ্বাস্য হলেও বিষয়টি সত্য। বিরল আকৃতির গরুর বাছুরটি দেখতে অনেকেই গরুর মালিকের বাড়ি ভিড় করে। কিন্তু জন্মের দুই দিন পর বাছুরটি মারা যায়। আর আতঙ্কে গাভি বিক্রি করে দিয়েছেন রহিমা বেগম। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামে।

গরুর মালিক রহিমা বেগম জানান, তার পালন করা গাভির সময় পার হলেও গর্ভপাতে বিলম্ব হচ্ছিলো। পরে বিষয়টি স্থানীয় পশু চিকিৎসক আব্দুল মাজেদকে জানানো হয়। চিকিৎসার কয়েকদিনের মধ্যে বৃহস্পতিবার গরু বাছুর প্রসব করে। গরুর বাছুরটি কুকুরের চেহারার আকৃতি দেখে উপস্থিত লোকজন অবাক হন। মুহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ে। বাছুরটি দেখতে শ’শ’ লোক বাড়িতে ভিড় জমাতে থাকে।

হবিবার রহমান জানান, তার স্ত্রী রহিমা বেগম গরুটি লালন পালন করতো। গুরু বাছুর প্রসব করে কুকুরের বাচ্চার মতো দেখতে। শনিবার বাছুরটি মারা যায়। ভয়ে তিনি গরু বিক্রি করে দিয়েছেন।

পশু চিকিৎসক মাজেদুল ইসলাম জানান, অস্বাভাবিকভাবে জন্ম দেয়া বাছুরটি দুই দিন মারা গেছে বলে শুনেছেন।