ক্রীড়া প্রতিবেদক: যশোরে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে (আঞ্চলিক পর্ব,জোন-৩) জয় পেয়েছে নড়াইল জেলা দল। দিনের অপর ম্যাচটি ড্র হয়। শুক্রবার স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের ২ টি ম্যাচ হয়েছে। সকালের খেলায় নড়াইল জেলা দল ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে পটুয়াখালী জেলা দলকে। নড়াইল জেলা দল ২ খেলায় একটিতে জয় ও একটি খেলায় ড্র করে। অপরদিকে, পটুয়াখালী জেলা দল ২ খেলায় এখনও জয়ের দেখা পায়নি। নড়াইল জেলা দলের নুপুর ১১ মিনিটে এবং স্নিগ্ধা বিশ্বাস ৪৯ মিনিটে উভয়ে একটি করে গোল করেন। বিকেলে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক যশোর জেলা দল ও ঝিনাইদহ জেলা দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। স্বাগতিক যশোর ২ ম্যাচে একটিতে জয় ও একটি ম্যাচে ড্র করেছে। প্রতিপক্ষ ঝিনাইদহ জেলা দল ২ খেলার দুটিতেই ড্র করেছে। যশোর জেলা দলের আখি সুলতানা ২৩ মিনিটে একটি গোল করেন। প্রতিপক্ষ ঝিনাইদহ জেলা দলের অধিনায়ক নাদিরা ম্যাচের ৪৬ মিনিটে একটি গোল করেন। আগামী ২২ ডিসেম্বর জোন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে যশোর ভেন্যুর খেলা। বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজন করেছে এ টুর্নামেন্টের। আজ টুর্নামেন্টের কোনো খেলা নেয়। কাল ২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।