Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় সাংবাদিকদের মানোন্নয়নে মতবিনিময় সভা

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:৫৬:০৮ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ আয়োজনে সাংবাদিকতার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রুপসী ম্যানগ্রোভ সেমিনার ভবনে শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।

সাংবাদিকতার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময়ে আলোচক হিসেবে হিসেবে যথাক্রমে দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম ও দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি ও জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের কার্য্যকরী সদস্য অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আকতার হোসেন ডাবলু, দেবহাটা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবীর হোসেন লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মজনুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মহিউদ্দীন আহমেদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান মোড়ল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হীরন কুমার মন্ডল, সদস্য আসাদুল ইসলাম, সদস্য আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। সভায় আগত অতিথিবৃন্দ সংবাদ সংগ্রহ, সংবাদ প্রেরণ ও সংবাদ এডিটিং করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)