মহেশপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

এখন সময়: শনিবার, ৩ জুন , ২০২৩ ০৭:২৩:০৪ am

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল মেলার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উদ্বেধনী ডিজিটাল মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খাঁন চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ হাসান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষক/শিক্ষিকা ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।