Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৩৭:৪৪ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের মানববন্ধন পালিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী গত প্রায় ১ বছর আগে খুলনার পাইকগাছা থেকে বদলী হয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদান পরবর্তী তিনি দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, অবৈধ দখলদারদের নিকট থেকে সরকারি ভূমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ, অবৈধভাবে ইছামতি নদী থেকে বালু কাটা বন্ধ করাসহ দেবহাটা উপজেলাকে একটি আধুনিক উপজেলা গড়ার লক্ষে কাজ শুরু করেন। যার কারণে কিছু অশুভ চক্রের রোষানলে পড়েন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সেই অশুভ চক্রটি ইউএনওর বদলী করিয়েছেন বলে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের অভিযোগ। গত সপ্তাহে ইউএনওর বদলীর আদেশ আসলে তারা ক্ষোভে ফেটে পড়েন। যার কারণে রোববার সকাল সাড়ে ১০ টার সময় দেবহাটা উপজেলার পরিষদের সামনে দেবহাটা-সখিপুর সড়কে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিদের ব্যানারে দীর্ঘক্ষণ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোফাজ্জেল হোসেন মোফা, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য হীরা, ইউপি সদস্যা ফারহানা পারভিন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)