জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০১:৪৩:২৮ পিএম

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ উপলক্ষে প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ, একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান টুলু ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক খায়রুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন হিসাবরক্ষক মিজানুর রহমান, হজরত আলী প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় মোট ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।